মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত ইউএসএ পিস্তল উদ্ধার, আতঙ্কে অপরাধীরা

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলায় গভীর রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত বিদেশি (ইউএসএ) পিস্তল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর ) রাত সাড়ে ১১টা থেকে রবিবার রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত টানা প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নওয়াপাড়া এলাকার হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার পেছনে একটি ইটের গাদার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ইউএসএ (USA) পিস্তল উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত অস্ত্রটির সঙ্গে কোনো ম্যাগাজিন বা গুলি পাওয়া যায়নি। গোয়েন্দা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পিস্তলটি স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী রুহুল আমিনের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত তদন্ত কার্যক্রম চালাচ্ছে। অভিযানটি পরিচালনা করেন অভয়নগর আর্মি ক্যাম্প (২ ইবি)-এর কমান্ডার ক্যাপ্টেন আকিব আহম্মেদ আফনান-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এবং অভয়নগর থানা পুলিশের সদস্যরা। অভিযানের সময় আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। যৌথবাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত পিস্তলটি পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়মিত মামলার আওতায় এনে তদন্ত অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, অস্ত্রটি কারা, কী উদ্দেশ্যে এবং কতদিন আগে সেখানে রেখে গেছে, সে বিষয়ে গভীর তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান এলাকায় অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যৌথবাহিনীর তৎপরতায় এলাকায় অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর