ফরিদপুর পৌরসভার আওতাধীন গোপালনগর শ্রী শ্রী কালীমাতা মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধা-গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠানে পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) ফরিদপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ আবু তাহেরের নেতৃত্বে এ সময় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ধর্মপ্রাণ সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন পরামানিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক রঞ্জু বিশ্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক প্রফেসর ফারুক হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলিম, ফরিদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল হক সাবেরী, পৌর কৃষক দলের সভাপতি ইসরাত হোসেন খানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। নেতৃবৃন্দ বলেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চান এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তারা আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।