যশোরের অভয়নগর উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সিদ্ধিপাশা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে সিদ্ধিপাশা ইউনিয়নের মিতালী ক্রীড়া চক্রের মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
খুলনা ইসলামিয়া হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সৌমিত্র কুমার অধিকারী (এমবিবিএস, আরএমও) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে পরামর্শ, ব্যবস্থাপত্র ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিপাশা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ও সাংবাদিক শামীম হোসেন, সাবেক সভাপতি নিবির হাসান জামিল, সহকারী শিক্ষক শেখ হানিফুর রহমান, সমাজসেবক এস. এম. কামরুজ্জামান, রাশেদ মোল্লা, যুবদল নেতা জসিম উদ্দিন সোহাগসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
চিকিৎসা নিতে আসা সিদ্ধিপাশা গ্রামের আমেনা বেগম বলেন, আমি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছি। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র পেয়ে খুব খুশি হয়েছি। সোনাতলা বাজারের ফিরোজ উদ্দিন বলেন, আমি ডায়াবেটিস পরীক্ষা করাতে এসেছি। প্রতিদিনের আয়ে সংসার চলে, তাই নিয়মিত পরীক্ষা করা সম্ভব হয় না। আজ বিনামূল্যে পরীক্ষা করাতে পেরে খুব উপকার হলো।
ফাউন্ডেশনের সভাপতি শামীম হোসেন বলেন, এ অঞ্চলের দরিদ্র মানুষের কথা চিন্তা করে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আমাদের উদ্যোগে এলাকার মানুষ উপকৃত হলে সেটাই আমাদের সাফল্য। এদিকে বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ হানিফুর রহমান বলেন,দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম চলমান থাকা উচিত। দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয়রা এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।