মানিকগঞ্জের দৌলতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ডিসেম্বর) বাদ যোহর দৌলতপুর বাজার বাস স্ট্যান্ডে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলামের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, দৌলতপুর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আরফান আলী, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোকসেদ আলী, দৌলতপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক রবিন আহমেদ সামান, দৌলতপুর থানা ছাত্রদলের সহ-সভাপতি কিরন হোসেন, চকমিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হামিদ মাহমুদ সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসল্লী।