শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

ই-পেপার

সাপাহারে ফলজ গাছ কর্তনের অভিযোগ

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ):
আপডেট সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ণ

নওগাঁর সাপাহারে জোরপূর্বক ফলজ  আমের চারা গাছ, কফি ও সিম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুরকুটি ডাঙ্গা গ্রামের মঙ্গল কিস্কু ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সাপাহার থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি জানান, উপজেলার ওমরপুর ১৪০ মৌজাস্ত আর এস খতিয়ান নং ১৭৮, হাল দাগ নং ১৭, ২১ শতাংশ সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিকানা প্রাপ্ত হইয়া বিগত ৪০ বছর এর উপর প্রতি বছর খাজনা খারিজ পরিশোধ করে ভোগ দখল করিয়া আসিতেছিল সেই সম্পত্তির উপর পূর্ব শত্রুতার জের ধরে জোরপূর্বক দখল নেয়ার লোভ লালসার বশবর্তী হয়ে ফুরকুটি ডাঙ্গা গ্রামের মুন্সি কিস্কু এর পুত্র জ্যাঠা কান্ত কিস্কু (৩৫),কিস্কু সরেন এর পুত্র কবিরাজ সরেন(৩২),জ্যাঠা কান্ত কিস্কু এর পুত্র রঞ্জন কিস্কু, কবিরাজ সরেন এর স্ত্রী রিভানা মুর্মু (২৮) ও জ্যাঠা কান্ত কিস্কু এর স্ত্রী জুলিয়ানা মুর্মু (৩৩) গাছগুলো কেটে ফেলায় তাদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছে।
তিনি দাবি করেন, গত ৭ ডিসেম্বর দুপুরে প্রতিপক্ষ দ্বয় জোরপূর্বক গাছ গুলো কেটে ফেলে সে সময় তিনি বাধা প্রদান করিলে তারা প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করেন। এতে তার ২০ হাজার  টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
জ্যাঠা কান্ত কিস্কুর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই জমিতে থাকা ছোট ছোট গাছগুলো সে নিজেই কাটিয়ে ফেলে আমাদের প্রতি পূর্ব শত্রুতার প্রতিশোধ নেয়ার জন্য অভিযোগ করেছে। আমাদের কেউই ঐ সমস্ত গাছ কাটেনি তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে সাপাহার থানা ওসি আনোয়ার ইসলাম এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর