সিরাজগঞ্জ- ৫ (বেলকুচি-চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের। আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির প্রথম ধাপের প্রাথমিক তালিকায় তার নাম ঘোষণা করা হয়।
এই খবর ছড়িয়ে পড়ায় মঞ্জুর কাদেরের নির্বাচনী এলাকায় পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। মঞ্জুর কাদেরের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
মেজর (অব.) মঞ্জুর কাদের ইতোপূর্বে চৌহালী ও শাহজাদপুরের কিছু অংশ নিয়ে গঠিত বিলুপ্ত আসন থেকে ২০০১ সালে বিএনপি-জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চার দলীয় জোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বেলকুচি-চৌহালী নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি-জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
মনোনয়ন পেয়ে মেজর (অব.) মঞ্জুর কাদের ফেসবুকে তার নিজের আইডিতে প্রতিক্রিয়ায় বলেন, আমি বিশ্বাস করি – জাতীয় নাগরিক পার্টি ই পারে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে স্মার্ট বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে।
সাবেক ছাত্র সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক জাহিদ সরকার জানিয়েছেন মেজর (অব.) মঞ্জুর কাদের এনায়েতপুর একটি কাপড়ের হাট বানিয়ে দিয়েছেন যে হাটে কোটি কোটি টাকার ব্যবসা হয়। এই হাটের কারণে এনায়েতপুরবাসিসহ আশেপাশের কয়েক উপজেলার মানুষ ব্যবসা করতে পারে। মঞ্জুরকেদেরকে এই আসনে দরকার, তাই এনসিপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।