বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ

বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহী ও খুলনা বিভাগীয় কমিটি ঈশ্বরদী শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও‌ আইন সহায়তা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার সময় বিশাল র‍্যালি ও শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। ‎ঈশ্বরদী সরকারি কলেজ রোডস্থ বকুলের মোড় থেকে র‍্যালি ও শোভাযাত্রাটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। রাজশাহী ও খুলনা বিভাগীয় স্পেশাল কমিটির সভাপতি মো. জাকির হোসেন এর সভাপতিত্বে
‎পথযাত্রায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর জনাব মো. নাহিদ হাসান। এ ছাড়াও উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সংস্থা ফাউন্ডেশন আসফ এর রাজশাহী ও খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন, রাজশাহী ও খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. রতন, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান, বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সভাপতি‌ মো. জাকির ইসলাম, বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. জিহাদ আলী, বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, বিভাগীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. রাসেল হোসেন, বিভাগীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. রিশাদ আহমেদ মিলনসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এর আগে রাজশাহী ও খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. জাকির হোসেন বক্তব্য বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এরপর থেকে সারাবিশ্বেই এই দিনে পালিত হয়ে আসছে বিশ্ব মানবাধিকার দিবস।
‎বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন বক্তব্যের মাধ্যমে বলেন, মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। জাতীয় মানবাধিকার কমিশনসহ দেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
‎আইনশৃঙ্খলা দায়িত্ব পালনে ভূমিকায় ছিলেন, ‎ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির এ এস আই মো. নাসিমসহ মো. রাশেদুল ইসলাম রাশেদ, আব্দুল হাকিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর