ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই টঙ্গিরচর মোড় সংলগ্ন দীর্ঘ ১৫ বছর ধরে ভোগদখলকৃত জমি গোপনে অন্যত্র বিক্রি এবং সরকারি চাকরিজিবী কর্তৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টায় সিংদই টঙ্গিরচর মোড়ে ভূক্তভোগী পরিবার, এলাকাবাসী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী আঃ কাইয়ুমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার শ্যালক হাবিবুর রহমান হাবিব। উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।
লিখিত বক্তব্যে মো. আব্দুল কাইয়ুম জানান, প্রায় ১৫ বছর আগে প্রতিবেশী মরহুম কফিল উদ্দিন ভূঁইয়ার কাছ থেকে সিংদই মৌজার বিআরএস খতিয়ান নং ৬৭৩, দাগ নং ৫৮০৬, শ্রেণী ‘কান্দা’ মোট ১৮ শতাংশ জমি ক্রয় করেন। জমি কেনার সময়ই তিনি দখল বুঝে পান এবং তখন থেকেই তিনি শান্তিপূর্ণভাবে ঘরবাড়ি, দোকানপাট, গাছপালা ও পুকুর খননসহ ভোগদখল করে আসছেন। কিন্তু দলিল সম্পন্নের আগেই জমির মালিক কফিল উদ্দিন মারা গেলে তার ওয়ারিশরা নানা অজুহাতে দলিল দিতে টালবাহানা শুরু করে। নামজারীর কথা বলে তারা ৫০ হাজার টাকা নিলেও দলিল সম্পন্ন করেনি।
তিনি অভিযোগ করে বলেন, গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখে কফিল উদ্দিনের ছেলে মো. তামিম দারী গোপনে ওই ভোগদখলীয় জমির ৮ শতাংশ অন্যত্র বিক্রি করে দেন। এর মধ্যে ২ শতাংশ জমি ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে সরকারি চাকরিজিবী মো. আজহারুল ইসলামের নিকট, আরেক ২ শতাংশ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে সরকারি চাকরিজীবী মো. নাছিমুল আলমের নিকট। এছাড়া অবশিষ্ট ৪ শতাংশ জমি সোহাগ ও সোহেল নামে স্থানীয় দুই ব্যক্তির কাছে বিক্রি করা হয়।
এমন পরিস্থিতিতে নতুন দলিলগ্রহীতারা জমি দখলের হুমকি দিয়ে আসছে উল্লেখ্য করে কাইয়ুম বলেন, “তারা আমার ঘরবাড়ি ও দোকানপাট গুড়িয়ে দেবে এবং আমাকে খুন করে লাশ গুম করে ফেলবে এমন হুমকি দিচ্ছে নিয়মিত।”
তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি ৯ ডিসেম্বর নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর জমির নামজারী স্থগিতের আবেদন করেছেন। তবুও প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় পরিবারসহ তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি স্থানীয় প্রশাসন, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তার দাবি, দীর্ঘদিন ধরে ভোগদখলীয় জমিটি ন্যায়বিচারের মাধ্যমে তার নামে রেজিস্ট্রি করে দেওয়া হোক এবং পরিবারের জান মাল রক্ষায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হোক।সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।