মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং স্থানীয় প্রবীণ সাংবাদিক মোঃ শাহ আলম বর্তমানে অসুস্থ থাকায় তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পাশে দাঁড়াতে তাঁর নিজ বাসভবনে ছুটে যান দৌলতপুর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। অন্যদিকে সাংবাদিক মহল সহকর্মীকে দেখতে ছুটে যান তার বাসায়।
জানা যায়,গত ৮ ডিসেম্বর হঠাৎ বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রায় ১ ঘন্টা পর্যবেক্ষণে রাখেন অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।তরে সেখানে চিকিৎসা নিয়ে ৯ ডিসেম্বর সন্ধ্যায় বাড়িতে আসেন।
খবর শুনে উপজেলা যুবদলের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) সন্ধ্যা ৭ টার দিকে সাংবাদিক মোঃ শাহ আলমের বাসভবনে পৌঁছান। এসময় তাঁরা অসুস্থ শাহ আলমের স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুস সালাম বলেন, “সাংবাদিক মোঃ শাহ আলম সমাজের আয়না। অসুস্থ অবস্থায় তাঁর পাশে থাকাটা আমাদের নৈতিক দায়িত্ব।” তাঁরা প্রবীণ এই সাংবাদিকের সুচিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় অসুস্থ সাংবাদিককে দেখতে যান দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুস সালাম , সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান উজ্জল, বিএনপি নেতা মোঃ ফজলুল হক, বিএনপি নেতা মোঃ বাবুল হোসেন,যুবদল নেতা নান্নু মিয়া,কলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নূরুল ইসলাম,কলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,চকমিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রুহুল আমিন, থানা যুবদল নেতা মোঃ রেজাউল করিম, যুবদল নেতা মোঃ আনন্দ মিয়া, যুবদল নেতা মোঃ গাজী মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া হাসপাতালে ছুটে যান দৌলতপুর বাজার বণিক সমিতির প্রধান সমন্বয়ক ও মতিলাল ডিগ্রী কলেজের সাবেক জিএস বিএনপি নেতা মোঃ আরফান আলী,মেটলাইফ এর ইউনিট ম্যানেজার মোঃ রমজান আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.নূরুল ইসলাম ও কৃষক দল নেতা শিপন মিয়া প্রমুখ।
এদিকে তাকে দেখতে সাংবাদিকরা সহকমীরা হাসপাতালে ও বাসায় ছুটে যান এসময় তার শারীরিক খোঁজ খবর নেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম,প্রেসক্লাবের সভাপতি মোঃ পলাশ মিয়া মামুন, হাসপাতালে সব সময় পাশে থাকেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃ সালমান খান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ মাসউদুর রহমান, ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এস কে রাসেল, আমার নিউজ প্রতিনিধি আতিকুর রহমান,বিএম টেলিভিশন চ্যানেল প্রতিনিধি মিজানুর রহমানসহ তার শোভা শুভাকাঙ্ক্ষীরা।
এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ শাহ আলম যুবদলের নেতাকর্মীদের প্রতি, সাংবাদিকদের প্রতি ও আত্কৃমীয় স্বজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া সব সময় যারা খোঁজ খবর নিয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা।