“দূর্ণীতি বিরুদ্ধে তারুণ্যের একতা গড়ব আগামীর শুদ্ধতা”এই স্লোগানকে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এর আগে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অবসর প্রাপ্ত শিক্ষক শাহজালাল মোল্লা, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।