“নারী ও কন্যার প্রতি সহিংসতার বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন
প্রতিরোধ কক্ষ ও বেগম রোকেয়া দিবস ২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্্যালী আলোচনা সভা ও ক্রেস প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার( ৯ ডিসেম্বর) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর আব্দুল হালিম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রামকৃষ্ণ পাল, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত,
উপজেলা সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল করিম, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উর্মি সরকার প্রমুখ।
এসময় মহিলা বিষয়ক অধিদপ্তর সিএস মাহমুদুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে দুইজন নারীকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়েছে। এরা হলেন-শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল অর্জনকারি নারি দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন,
উপজেলার মাজপাড়া ইউনিয়নের নাদুরিয়া সড়াবাড়িয়া গ্রামের মৃত নিয়ামত আলী মাস্টারের স্ত্রী সফল জননী নারী ফাতেমা খাতুন।