তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রীনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার বাদ আসর একদন্ত ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত একদন্ত ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী পাবনা-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক পাবনা-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ মুন্টু, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ বগা, যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা।
একদন্ত ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য ডেঙ্গাগ্রাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন ।
সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, পৌর বিএনপির বিএনপির সভাপতি আজাহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক আহবায়ক আমজাদ হোসেন তুষার, উপজেলা যুব দলের আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম খান, সদস্য সচিব আইতুল, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল বারেক উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নজু, একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকুব্বর হোসেন আকু,একদন্ত যুবদলের সাবেক আহবায়ক শাহীন খান,বিএনপির নেতা নাইম হোসেন প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন, আক্তার হোসেন, কুরবান আলী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশের মানুষের অকৃত্রিম ভালবাসার জন্য দেশ ছেড়ে কখনো যাননি আমাদের মা দেশনেতা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বর্তমানে তার অসুস্থতা আমাদের সকলকে ব্যথিত করেছে। মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন মহান আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন।