বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন অদম্য নারীদের সম্মাননা প্রদান

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নবাব আলী।
গত ৯ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন।
এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ অবদান রাখা অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অদম্য নারী সম্মাননা প্রাপ্তরা সফল জননী: হাবিবপুর গ্রামের মোসা. রেজিয়া (তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন পুত্র উপজেলা প.প. কর্মকর্তা আব্দুল মান্নান) অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: বড়খালী গ্রামের আ. মান্নানের স্ত্রী শাহানাজ বেগম শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী: কড়িয়াটা গ্রামের তমিজ উদ্দীনের কন্যা মোসা. নূরজাহান আক্তার নির্যাতন জয়ী ও জীবন সংগ্রামে সফল নারী: হাদিরা গ্রামের ফজল মিয়ার কন্যা শাহানা আক্তার সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা নারী: চকসোনামদী গ্রামের মো. ইব্রাহীমের কন্যা কোহিনূর আক্তার অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হারুনূর রশীদ, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
নারীর ক্ষমতায়ন ও অধিকার সুরক্ষায় এ আয়োজনটি সমগ্র উপজেলায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর