বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে অদম্য নারীদের সম্মানে বর্ণিল র‍্যালি, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ২০২৫ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় অভয়নগর উপজেলার চারজন নির্বাচিত অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তি, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে অদম্য নারীদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দীন দিপু। তিনি বলেন,নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্র সব পর্যায়ে সমন্বিত ভূমিকা জরুরি। অদম্য নারীরা আমাদের সমাজের অনুপ্রেরণা। তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প অন্য নারীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল। তিনি বলেন,
“অভয়নগরের অদম্য নারীরা প্রতিকূলতার মাঝেও নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তাদের সম্মাননা আমাদের নারীদের ক্ষমতায়নের ধারাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার

সহ-সভাপতি মাহবুব হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান।

বক্তারা বলেন, শুধু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নয়, শিক্ষায়, কর্মে, পরিবারে ও অর্থনীতিতে নারীদের এগিয়ে আসতে হবে। একজন নারী শক্তিশালী হলে পরিবার ও সমাজ শক্তিশালী হয়। অদম্য নারীদের অভিজ্ঞতা ও সাহসিকতা অনুসরণ করে অন্যান্য নারীদের নিজেদের জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। মঞ্চে একে একে তুলে ধরা হয় চারজন অদম্য নারীর সংগ্রামী পথচলা ও সাফল্যের গল্প—

শিপা মনি, নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে অর্থনৈতিকভাবে সফল হয়ে স্বনির্ভর ব্যবসা গড়ে তুলেছেন। বিলকিস বেগম  শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদান রেখে নারীশিক্ষার ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিশাত সুলতানা – পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সফল জননী হিসেবে অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। নন্দিতা মল্লিক, নির্যাতনের বিভীষিকা কাটিয়ে উঠে নতুন উদ্যমে আত্মনির্ভর জীবন শুরু করেছেন।

প্রতিজনকে সার্টিফিকেট, ক্রেস্ট, বই ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় মিলনায়তনে উপস্থিত সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে অদম্য নারীদের সম্মান জানান।

আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী সচেতনতা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সামাজিক উন্নয়নে দুর্নীতির নেতিবাচক প্রভাব এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। নারী নির্যাতন প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বৃদ্ধির বার্তায় মুখরিত ছিল অনুষ্ঠানস্থল। উপস্থিত অতিথিরা বলেন, এই ধরনের আয়োজন নারীদের অনুপ্রাণিত করবে এবং সমাজে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে ভূমিকা রাখবে। অভয়নগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান এলাকাবাসীর মধ্যে প্রশংসার জোয়ার সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর