পাবনা সাঁথিয়ায় অন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ (মঙ্গলবার ০৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সাঁথিয়া উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষ হয়।
পরে উপজেলা কনফারেন্স রুমে জয়নুল আবেদিন রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।
এছাড়া আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসারn সভাপতি আব্দুল করিম সহ আরো অনেকে।