সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

ই-পেপার

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ণ

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরবাসী।
আজ ৭ ডিসেম্বর রবিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সামনে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরের জনসাধারণ।
আঞ্চলিক এ মহাসড়কটি প্রশস্ত করনের লক্ষে পূর্বের সড়কটির দু’পাশের গাছ কেটে, রাস্তার উপরিভাগ খোঁড়াখুঁড়ি করে বিগত কয়েক বছর যাবৎ ফেলে রাখা হয়ে। আঞ্চলিক এই সড়কটির কয়েকটি স্পটে নাম মাত্র কাজ করে, পুরো রাস্তাটিই প্রায় স্থবির ফেলে রেখেছে গত কয়েক বছর। এতে, নাগরপুর থেকে টাঙ্গাইল বা মানিকগঞ্জ যাতায়াতে জনগণকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। মাসের পর মাস, বছরে পর বছরের এ ভোগান্তিতে থেকে  পরিত্রাণে রাস্তার কাজটি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরবাসী।
এসময় ইসলামি আন্দোলন নাগরপুর শাখার সভাপতি মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আল-আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. রানা হাসান, কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিএনজি ও অটোরিক্সা শ্রমিকগণ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর