সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

ই-পেপার

হরিপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

জহুরুল ইসলাম জীবন, হরিপুর (ঠাকুরগাঁও):
আপডেট সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৭/১২/২০২৫) দুপুর ১২টার সময় উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের ফেডারেশন  নির্বাচিত ১২০ জন কৃষকের মাঝে জিংক সমৃদ্ধ উন্নতজাতের ধানের বীজ ব্রি ধান ৭২,৭৪,১০২ বিতরণ করা হয়। এ সময় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, সুষ্ঠু বীজ ব্যবস্থাপনা, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিপুর  কৃষিবিদ মো: মশিউর রহমান(AEO) এসময় তিনি বলেন, জিংক ধান মানবদেহে পুষ্টি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধানের চাষ বাড়লে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি সাধারণ মানুষের পুষ্টি চাহিদাও পূরণ হবে। তারা আরও বলেন, উন্নত কৃষির মাধ্যমে কৃষকদের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল বাকী, আর ডি আর এস কৃষি অফিসার, মো: গোলাম কিবরিয়া, আর ডি আর এস এগ্রিকালচারাল প্রজেক্ট অফিসার, রবিনাথ রায় কমিউনিটি মভিলাইজার, ফেডারেশন চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম,
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বীজ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই উদ্যোগ তাদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর