পাবনার ঈশ্বরদীতে বিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর ) ঈশ্বরদী বাজার রোডস্থ ডাবলু মার্কেটে বিএনপির অফিসে সন্ধ্যার সময় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজ এর সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামাণিক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন স্বপন, সাবেক ছাত্রনেতা ছাঈব হাসান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বিপুল হোসেন বুদু, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতিক, যুবদল নেতা মোশাররফ হোসেন, যুবদল নেতা রাজু আহমেদ, যুবদল নেতা শাহিন হোসেন, যুবদল নেতা বাবু হোসেন, জুলমত আলী, বিএনপি নেতা চয়ন সরদার, যুবদল নেতা হাফিজ হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন, ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা অলিউল্লাহ।