বান্দরবানের লামায় ০৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:৩০ টায় উপজেলায় ফাইতং এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশের ক্ষতিকর কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্থানীয়রা স্বাগত জানান।
মোবাইল কোর্টে এবিসি-২, বিবিএম, 4MB ও এসএসবি—এই চারটি ইটভাটাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন), ২০১৯ এর বিধান লঙ্ঘনের দায়ে
প্রতিটি ভাটাকে ২,০০,০০০ টাকা করে মোট ৮,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও তাঁর টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, “পরিবেশ রক্ষায় প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্য করে পরিবেশদূষণকারী কোনো ইটভাটা বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”