বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা দীর্ঘায়ু কামনায় দোয়া মহফিল 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আটঘরিয়া উপজেলা শাখা অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মাতা, আপোষহীন নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বাদ আসর দেবোত্তরস্থল বিএনপির কার্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান রানা।
উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, যুগ্ম আহবায়ক শেখ শফি উদ্দিন, উপজেলা বিএনপিকর সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি, পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক আহবায়ক আমজাদ হোসেন তুষার, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশিদ মোল্লা, দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার প্রমুখ।
চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব আইতুল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন এর সার্বিক সহযোগিতায় ও দেবোত্তর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিন উদ্দিনের আমন্ত্রণে গোড়রী এতিমখানা হাফিজা মাদরাসার এতিমদের নিয়ে আল্লাহর দরবারে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য  বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন গোড়রী কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ঈমাম মাওলানা আব্দুল মান্নান জিহাদি সাহেব, ৩ নং ওযার্ড বিএনপির সভাপতি মো: গোলজার হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মোল্লা, পল্রী চিকিৎসক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার প্রমুখ। দোয়া পরিচালনায় করেন গোড়রী এতিম খানা হাফিয়া মাদরাসার সুপার মাোওলানা আবেদ আলী।
এসময় বক্তারা বলেন, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই সংগ্রাম করেছেন।
দেশের মানুষের অকৃত্রিম ভালবাসার জন্য দেশ ছেড়ে কখনো যাননি। বর্তমানে তার অসুস্থতা আমাদের সকলকে ব্যথিত করেছে। মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন মহান আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর