মানিকগঞ্জ ১ ( ঘিওর- শিবালয় -দৌলতপুর )আসনে মনোনয়ন পেলেন বিএনপির মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির । আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ -১ সহ আরও ৩৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে দলটি ধাপে ধাপে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কাজ এগিয়ে নিচ্ছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলীয় বৈঠক শেষে এ তালিকা প্রকাশ করা হয়। বিএনপির একটি জ্যেষ্ঠ সূত্র জানায়, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে একাধিক দফা আলোচনার পর এসব আসনে নতুন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।