বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে ধান বোঝাই ট্রাক্টর উল্টে শিশুসহ ৪জন আহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে ধান বোঝাই চলন্ত ট্রাক্টর উল্টে গিয়ে ধানের বস্তার চাপায় একই পরিবারের শিশুসহ ৪জন আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টর ও ট্রাক্টরের চালক আকাশ মন্ডলকে আটক করেছে রাণীনগর থানাপুলিশ।
আহতরা হলেন, উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের রহিদুলের স্ত্রী নাজমা (৪৫), তার মেয়ে জুথি (২৫) এবং জুথির দুই ছেলে তাওহীদ (২) ও তাফসির (২)। স্থানীয় লোকজন ও রাণীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নাজমা, জুথি ও তার এক ছেলে গুরুত্বর আহত।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতাল মোড়ে রহিদুলের একটি দোকান ঘর রয়েছে। সেই দোকান ঘরের মেরামতের কাজ চলছিল। বুধবার দুপুরের আগে দোকান ঘরে আসেন রহিদুলের পরিবারের ওই ৪ সদস্য। দুপুর ১২টার দিকে তারা ৪জন রাণীনগর-নওগাঁ মেইন সড়কের পাশ দিয়ে পায়ে হেটে বাড়ি যাচ্ছিল। এ সময় নওগাঁর দিক থেকে দ্রুত গতিতে আসা ধান বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা ধানের বস্তার নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন তারা।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। ট্রাক্টর ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর