বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

ই-পেপার

লামায় বাইক দূর্ঘটনায় গুরুতর আহত ১

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ

বান্দরবানের লামার হরিণঝিরি বাজারে বাইক দূর্ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার ঘটনায় আহত শিশু ফাতেমা জন্নাত সাদিয়া (৫),পিতা মোঃ শহিদুল ইসলাম,মাতা- রোকসানা আক্তার, গ্রাম-হরিণঝিরি ( ৯ নং ওয়ার্ড), লামা পৌর এলাকা,লামা, বান্দরবান পার্বত্য জেলা। শিশুটির পিতা পেশায় দিনমজুর।
সরেজমিনে জানা যায়,লামা হতে আলীকদম যাওয়ার পথে দ্রুতগামী মোটর বাইক শিশুটিকে রাস্তায় স্বজোরে মোটর বাইক আঘাত করলে অনেক দুরে গিয়ে পড়ে যায়। সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করলে সরেজমিনে দেখা যায় ডান পায়ের হাড় ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। এসময় আত্মীয়স্বজন ও প্রত্যদর্শীরা লামা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রেরণ করেন।
 এদিকে বাইক চালক মোহাম্মদ হালিম,পিতা -মাহতাব উদ্দীন খোকন, গ্রাম -মোহাম্মদ পাড়া,গজালিয়া, লামা বান্দরবান পার্বত্য জেলা। সে একটি স্কুল এন্ড কলেজ এর একাদশ শ্রেনীর ছাত্র। তারও পায়ে ও হাতে আঘাত হয়েছে।
মোটরসাইকেল চালক মোহাম্মদ হালিম জানান, আমি আলীকদমে কলেজ যাচ্ছিলাম। দূর্ঘটনার সময় আমার মোটরবাইকের গতি ছিল ৬০ এ।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের বেপরোয়া গতির কারনে আমাদের হরিণ ঝিরি বাজারে সড়ক দুর্ঘটনা হচ্ছে। এখানে প্রতিনিয়ত মানুষের সমাগম,পাশে মসজিদ ও নুরানি মাদ্রাসার ছোট্ট ছোট শিশুরা যাওয়া আসা করে। অনেকেই সড়কে ট্রাফিক আইন মান্য করছে না।
আরও যে কারনে একটি একটি স্ফীতব্রেকার স্থাপন করা জরুরি বলে মনে করেন এলাকাবাসি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করেন।
লামা সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোলাইমান জানান, শিশুটি পায়ের হাড় ভেঙ্গে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর