বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে দিনব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে গোপালপুর উপজেলা চত্বরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষক-শিক্ষিকা একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন।
শিক্ষকদের প্রধান তিন দফা দাবির মধ্যে রয়েছে ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ, সহকারী শিক্ষকদের বেতন-ভাতা বৈষম্য দূরীকরণ, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কাঠামোগত উন্নয়নসহ পদোন্নতির সুযোগ বৃদ্ধি
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। শিক্ষকদের দাবি সরকার দ্রুত আলোচনার মাধ্যমে এসব দাবি বাস্তবায়ন করবে, যাতে তারা আবারও পূর্ণ উদ্যমে শ্রেণিকক্ষে ফিরে যেতে পারেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা, সাধারণ সম্পাদক আরিফুল হক, আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. লিটন সরকার, মো. ইউসুফ আলী, আরো বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষিকা।
মানববন্ধন ও শাটডাউন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের নেতৃবৃন্দ। তারা বলেন,
শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষায় বেতনগ্রেড উন্নীতকরণ অত্যন্ত জরুরি। দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের দায়িত্ব আমাদের, কিন্তু আমাদের ন্যায্য প্রাপ্য এখনও নিশ্চিত হয়নি। সরকার আমাদের দাবি মেনে নিলে শিক্ষাব্যবস্থার মান আরও উন্নত হবে।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাপ্রেমী মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সংহতি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর