বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

ই-পেপার

একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল বরখাস্ত দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত  ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সাময়িক বরখাস্ত তার স্থলে দায়িত্ব পেলেন ১নং প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ।
তাকে বরন করে নিলেন ইউপি সদস্যসহ গ্রাম্য পুলিশ ও ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
গত ৩ আগষ্ট জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম  স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এটি নিশ্চিত করেন।
অফিস আদেশের মাধ্যমে জানা যায়, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্ন বর্ণিত ইউনিয়ন পরিষদের জন্য বর্ণিত প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ পরিচালনার নিমিত্তে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩,১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের জনসভা ও প্রাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্তী ইউনিয়ন পরিষদের জন্য পার্শ্ব বর্ণিত প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ পরিচালনার নিমিত্ত আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
গত ১৮ নভেম্বর/২৫ ইং তারিখের ৪৬.০০, ৭৬.০০, ০০০, ০১৭, ২৭০০০৫, ২৫-৯১২/১(৭) নং স্মারক পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী আলাল ইউনিয়ন পরিষদে তিনটি মাসিক সভায় অনুপস্থিত এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ লিখিত অনাস্থা সীমাহীন অনিয়ম ও দূর্ণীনি অভিযোগ তদন্ত প্রমানিত হয়েছে।
এবং ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোনে আইন বর্হিভূত ও অপরাধ মুলক কার্যাক্রম ইউনিয়ন পরিষদ সহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(১) ও(খ) ধারা অনুযায়ী উল্লেখিত চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর