বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ই-পেপার

যশোরে ৩৭৮২ পিস ইয়াবাসহ ১ জন আটক

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ

মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটের দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন দাইতলা বাস স্ট্যান্ড পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ৩৭৮২ পিস ইয়াবা এবং ০২টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ইয়াবাগুলি পাওয়া যায়।
আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর বাগআঁচড়ায় ইয়াবাগুলি নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- নাহিদ হোসেন (২০), পিতাঃ আক্তারুল ইসলাম, গ্রামঃ রামভদ্রপুর, ডাকঘরঃ চন্দনপুর, থানাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরা।
আটককৃত ইয়াবার মূল্য ১১,৩৪,৬০০/-(এগার লক্ষ চৌত্রিশ হাজার ছয়শত) টাকা ও ০২টি মোবাইল এর মূল্য ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত) টাকা এবং নগদ ১৯৫০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১১,৫৩,০৫০/- (এগার লক্ষ তিপান্ন হাজার পঞ্চাশ) টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর