সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ আলোচনা ও দোয়ার আয়োজন করেছে জামায়াত ইসলামী টাংগাইল জেলার গোপালপুর পৌর শাখা।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের একমাত্র সাথ এক মাদ্রাসায় রুমে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ উবাইদুল্লাহ, উপজেলা এসিঃ সেক্রেটারি ফরহাদ হোসেন,পৌর জামায়াত আমির ছাইমুর রহমান, পৌর সেক্রেটারি আব্দুল আলিম,জামায়াত কর্মী শাহাদত হোসেন,সাবেক উপজেলা শিবির সভাপতি মোঃ সাইফুদ্দিনসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মোঃ হাবিবুর রহমান তালুকদার বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশ ও জাতির একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার সুচিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য আমরা মহান আল্লাহর কাছে নিবেদন করেছি। আল্লাহ যেন তাকে শিগগির সুস্থতা দান করেন।দেশের মানুষের ভালোবাসা অর্জন করা নেত্রী খালেদা জিয়া আজ শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।