বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

ই-পেপার

ফরিদপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা):
আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ

পাবনার ফরিদপুর উপজেলায় এক মহীয়সী নারীর মানবিক ও ধর্মীয় অনুপ্রেরণা থেকে দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার একটি এতিমখানা-মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে এলাকার হাফেজ, ছাত্র ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলের আয়োজক মিসেস জুলেখা হাশেম ফরিদপুরের একজন শিক্ষা-মনস্ক ও সমাজসেবী নারী হিসেবে পরিচিত। তিনি প্রতি বছরই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীসহ পরিবারের গুরুত্বপূর্ণ দিনগুলোতে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
জিয়া পরিবারের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই তার এই ধারাবাহিক আয়োজন বলে জানান স্থানীয়রা।

মিসেস জুলেখা হাশেমের প্রয়াত স্বামী বীর মুক্তিযোদ্ধা হাবিলদার (অব.) আবুল হাশেম দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিকটতম সহচর হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সরাসরি ফ্রন্টলাইনে অংশ নিয়ে দেশকে স্বাধীন করতে ভূমিকা রাখেন।

জিয়া পরিবারের প্রতি এই মুক্তিযোদ্ধা পরিবারের শ্রদ্ধা ও সম্পর্কের কারণেই বিভিন্ন সময়ে সরকারি প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে বলেও দাবি করেন মিসেস জুলেখা। তিনি জানান, এসব ঘটনার সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করে গত অক্টোবর ২০২৪ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট একটি পত্র পাঠিয়েছেন তিনি।

দোয়া মাহফিলের শুরুতে হাফেজ শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াত করেন এবং সম্পূর্ণ খতম সম্পন্ন করেন। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘ আয়ু ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সকল শহিদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

মাহফিল শেষে মিসেস জুলেখা হাশেম বলেন, “আমার স্বামী সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশক্রমে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং দেশকে স্বাধীন করে বীর হিসেবে বাড়ি ফেরেন। আজ তার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করছি।”

দোয়া মাহফিলে স্থানীয় গুণীজন, সমাজসেবী, বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনেকেই মিসেস জুলেখার সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ধর্মীয় আয়োজনে তার এমন আন্তরিকতা সমাজে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করছে।

মানবিকতা, দেশপ্রেম এবং রাজনৈতিক শ্রদ্ধাবোধের সমন্বয়ে আয়োজিত এই দোয়া মাহফিল ফরিদপুর উপজেলায় আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর