বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা। নার্সারি থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এ বৃত্তি পরীক্ষাটি শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় পৌর শহরের মেহেরুন্নেসা মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৭১ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন ভিএম কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক এসএম রফিকুল ইসলাম, এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আবু খালিদ বাবলু মাষ্টারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
আগামী ৩১ ডিসেম্বর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অনাড়ম্বর অনুষ্ঠানে বৃত্তি প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শ্রেণির একজনকে গোল্ড মেডেল, পাশাপাশি অন্যান্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, সার্টিফিকেট এবং বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
উল্লেখ্য, এই বৃত্তি পরীক্ষাটি প্রথম চালু হয় ১৯৯০ সালে চর চতিলা বাজারে, আমরা কতিপয় সংঘের উদ্যোগে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য। পরবর্তীতে ২০০৬ সালে আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলামের পিতার নামানুসারে এর নামকরণ করা হয় ‘আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা’, এবং নার্সারি থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর