বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে নারীদের স্বাস্থ্য ও স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

ডা. এম. মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের হলরুমে গয়হাটা ইউনিয়নের সিংজোড়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী বাইতুল হিকমাহ পাঠাগার–এর উদ্যোগে নারীদের স্বাস্থ্য সচেতনতা ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ক গুরুত্বপূর্ণ একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্কুল ও কলেজের অসংখ্য ছাত্রী অংশগ্রহণ করেন।
প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. একেএম আবদুল হামিদের ছোট পুত্রবধূ ডা. ঊর্বা রীয়াজ মীর। তিনি নারীদের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা, স্তন ক্যান্সার শনাক্তে স্ব-পরীক্ষার গুরুত্ব, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি, স্বাস্থ্য–বিধি ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান, অগ্নিবীণা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মো. আজিজুর রহমান, এবং নাগরপুর উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাইতুল হিকমাহ পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ হাবিবুল্লাহ ওসমান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক কলেজছাত্রী তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “এ ধরনের স্বাস্থ্য সচেতনতা সেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক বিষয়ই জানতাম না, বিশেষ করে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সম্পর্কে। আজকের সেশন আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং নিজের স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হতে অনুপ্রাণিত করেছে।”
নারী শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও স্বাস্থ্য সচেতনতা ও সমাজ উন্নয়নমূলক নানা কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর