শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

ই-পেপার

জাগ্রত সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক আবু তালেব

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ

বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার এক সুপরিচিত মুখ সাংবাদিক আবু তালেব জাগ্রত সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সংগঠনের এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। তার দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা, নিরপেক্ষতা ও পেশাগত দক্ষতা বিবেচনা করেই নেতৃত্বের আসনে আনা হয়েছে বলে জানা গেছে।
সাংবাদিক আবু তালেব দীর্ঘদিন ধরে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এ ওয়ান-এ রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাঠ পর্যায়ের সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী রিপোর্টিং, নির্ভীক মনোভাব এবং পেশাদারিত্বের কারণে তিনি সহকর্মীদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত।
নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আবু তালেব বলেন, “সাংবাদিকতা হলো জনগণের কথা জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। জাগ্রত সাংবাদিক সংগঠনের মাধ্যমে দেশের তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং ন্যায়ের পথে নির্ভীক সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করবো।”
সংগঠনের নেতারা মনে করছেন, তার নেতৃত্বে সংগঠনটি আরও সক্রিয়, শক্তিশালী এবং যুগোপযোগী সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় হবে।
উল্লেখ্য, সাংবাদিক আবু তালেব রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে গণমানুষের সমস্যা, দুর্নীতি, উন্নয়ন ও মানবিক ইস্যু নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। ফলে স্থানীয় জনগণ ও সাংবাদিক সমাজের মাঝে তিনি ইতোমধ্যেই একজন নির্ভরযোগ্য সংবাদকর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ায় বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, বুদ্ধিজীবী ও সামাজিক সংগঠনের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর