বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে আগুনে বাড়ি ভস্মিভূত: সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে বিদ্যুতের সটসার্কিট থেকে এক মৎস্যজীবির বাড়িতে আগুন লেগে ইটের দু’তলা বাড়ি ভস্মিভূত হয়েছে। এই অগ্নিকান্ডে ওই বাড়ির মালিকের প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট পশ্চিমপাড়া গ্রামের মৎস্যজীবি রজব আলীর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
রজব আলীর ভাতিজা আব্দুর রাজ্জাক জানান, দুপুর দেড়টার দিকে চাচা রজব আলীর ইটের দু’তলা বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আজাদ ও জহিরের বাড়িতেও।প্রায় দুই ঘন্টার চেষ্টায় গ্রামবাসির সহযোগিতায় এআগুন নিয়ন্ত্রণে আসে। এতে চাচা রজব আলীর দু’তলা টিনের চালা, ছয়টি রুম এবং রুমের টিভি, ফ্রিজ, ধান, চাল সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আজাদ হোসেন বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছি। গ্রামবাসি একযোগে এগিয়ে না আসলে হয়তো আরো বড় ধরনের ক্ষতি হয়ে যেতো। তার পরেও পার্শ্ববর্তী আজাদ ও জহিরের বাড়ির বেশ কিছু অংশ পুরে গেছে।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত রওনা দিই। কিন্তু ঘটনাস্থলে পৌঁছার আগেই গ্রামবাসি আগুন নিয়ন্ত্রণ করেছে। ফলে মাঝ পথ থেকেই ফিরে এসেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর