পতিত জমিকে আবাদযোগ্য করে সবজি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ব্র্যাকের দাবি কর্মসূচির উদ্যোগে ঠাকুরগাঁও -১ অঞ্চলের আওতাধীন রাণীশংকৈল এলাকার হরিপুর ব্র্যাক শাখা অফিসে উদ্যোগে বিনামূল্যে লাউ,শীম,পালংশাক,বরবটি, পুইশাক সহ বিভিন্ন সবজি বীজ ২০ জন সদস্যের মাঝে বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত থেকে রাখেন ব্র্যাকের দাবি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ নূর ইসলাম। তিনি বলেন আমাদের এলাকায় অনেক পতিত জমি অব্যবহৃত পড়ে থাকে। এসব জমি কাজে লাগাতে পারলে একদিকে যেমন সবজির উৎপাদন বাড়বে, অন্যদিকে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোর আর্থিক উন্নয়নও সম্ভব হবে। ব্র্যাক সবসময়ই মাঠপর্যায়ে মানুষকে সহায়তা করে আসছে, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল নুরী, হরিপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মানস কুমার রায় এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদ একুদা প্রমুখ।
বক্তারা বলেন, পতিত জমি ব্যবহারের মাধ্যমে সবজি চাষ বাড়লে এলাকায় সবজির ঘাটতি কমবে এবং স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধি পাবে। তারা এ ধরনের কার্যক্রমকে অত্যন্ত সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে সদস্যদের মাঝে বীজ বিতরণ করা হয় এবং সবাইকে পতিত জমি কাজে লাগিয়ে বেশি বেশি সবজি উৎপাদনের আহ্বান জানানো হয়।