শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

আলীকদম-থানচি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৩:৩৬ পূর্বাহ্ণ

বান্দরবানের আলীকদম টু থানচি সড়কের ২১ কিলো এলাকার হাতের ডানে তিন্দু সড়কের মধ্যবর্তী স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ বাবুল (৩৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত বাবুল আলীকদম সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর আমতলীপাড়ার মোহাম্মদ আইয়ুব সর্দারের ছেলে।
সূত্রে জানা গেছে, বুধবার ১৯ নভেম্বর দুপুর ২টা ৪০ মিনিটের দিকে নিজ মোটরসাইকেলযোগে তিন্দুর উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনায় তার বাম পায়ের গোড়ালির উপরের অংশের হাড় ভেঙে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতলে রেফার করেন।
ঘটনার সময় তিনি একাই মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর পরই কিছু সময়ের জন্য ঐ এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
সড়কটির দুর্গম অবস্থা ও বাঁক বেশি হওয়ায় এ অঞ্চলে প্রায়ই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর