ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিভিয়াঘাটা ফাযিল মাদ্রাসার গর্ভনিং বডির নির্বাচনে মনোনয়পত্র বাছাই কাজে অতি গোপনীয়তা সহ বাছাইকালে প্রার্থীদের উপস্থিত না রাখার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ফাযিল শ্রেনীর অভিভাবক সদস্য পদে ৬ হাজার ৫শত টাকা মনোনয়ন ফিস জমা দিয়ে বৈধ অভিভাবক মোঃ সোহেল মিয়া ও খোরশেদ আলম ২টি মনোনয়নপত্র ক্রয় করেন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ১৮ নভেম্বর প্রার্থীদের অনুপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করেন। বুধবার (১৯ নভেম্বর) প্রতীক গ্রহনের জন্য প্রার্থীরা সহকারী কমিশনার (ভূমি) অফিসে যাবার পর সোহেল মিয়া নামক প্রার্থীকে কোন প্রতীক দেয়া হয়নি। এসময় মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আজিজুল হক জানান, মোঃ সোহেল মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে উক্ত বিষয়ে অধ্যক্ষ কোন কাগজপত্র দেখাতে পারেন নাই। উক্ত বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মনোনয়নপত্র বাতিলের বিষয়টি তিনি লিখিতভাবে অধ্যক্ষকে জানিয়ে দিয়েছেন। প্রার্থী যুবদল নেতা সোহেল মিয়া জানান, তিনি বিগত ১ মাস ধরে মাঠে কাজ করে যাচ্ছেন। যথা নিয়মে টাকা জমা দিয়ে মনোনয়নপত্র ক্রয় করে তা যথাযথভাবে পূরন করে জমা দিয়েছি। আমার মনোনয়নপত্র বাতিল হওয়ার কোন কারণ নেই। তিনি অভিযোগ করেন মাদ্রাসার অধ্যক্ষ তার পছন্দের প্রার্থী আওয়ামী ওলামা লীগ নেতা মোঃ খোরশেদ আলমকে বিনা ভোটে সদস্য হওয়ার সুযোগ করে দেবার জন্য সম্পূর্ন অসৎ উদ্দেশ্য নিয়ে আমার মনোনয়নপত্র বাতিল করেছেন বলে জানতে পারলাম কিন্তু আমাকে কোন কাগজপত্র দেয়া হয়নি। উক্ত বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষের সাথে যোগাযোগের জন্য তার ২টি মোবাইল নাম্বারে একাধিক বার ফোন দেয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফাযিল শ্রেনীর অভিভাবক সদস্য পদ প্রার্থী মোঃ সোহেল মিয়া বলেন, তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা না হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।