মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
তিন বিস্ফোরণে কেঁপে উঠল নওয়াপাড়া রাতভর আ.লীগ সন্ত্রাসী আতঙ্ক এনসিপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব হলেন টাঙ্গাইলের ওয়াহেদুজ্জামান সুমন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায়ে আবু সাঈদের পরিবার সন্তুষ্ট “জামাতকে আমরা প্রতিদ্বন্দ্বিই ভাবিনা” বিএনপি প্রার্থী আজিজ নান্দাইলে এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীর ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, জনমনে ক্ষোভ এনসিপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব হলেন টাঙ্গাইলের ওয়াহেদুজ্জামান সুমন নান্দাইলে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কিশোরগঞ্জ ৬টি আসনে প্রচারণায় এগিয়ে জামায়াত

তিন বিস্ফোরণে কেঁপে উঠল নওয়াপাড়া রাতভর আ.লীগ সন্ত্রাসী আতঙ্ক

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় রাতের অন্ধকারে পরপর তিনটি ককটেল বিস্ফোরণে পুরো শহরজুড়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে তিন দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকার–বিরোধী উত্তাপ কিংবা রাজনৈতিক অস্থিরতার সময় হলেও এত ঘনঘন বিস্ফোরণকে স্থানীয়রা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন।

‎‎প্রথম বিস্ফোরণটি ঘটে রাত সাড়ে ৯টায় নওয়াপাড়া রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্ম সংলগ্ন চলমান রেললাইনের পাশে। দ্বিতীয় বিস্ফোরণটি রাত সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠের দক্ষিণ পাশে। রাত সাড়ে ১২টার দিকে তৃতীয় বিস্ফোরণটি ঘটে তেঁতুলতলা সড়কের মিতা ভিলার সামনে। প্রতিটি বিস্ফোরণেই ভয়ংকর শব্দে চারপাশ কেঁপে ওঠে এবং মুহূর্তেই এলাকায় দৌড়ঝাঁপ শুরু হয়।

‎‎প্রত্যক্ষদর্শীরা বলেন, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে ঘরের ভেতর থাকা মানুষও আতঙ্কে বেরিয়ে আসেন। অনেকে ধারণা করেন, এটি রাজনৈতিক সহিংসতা এবং সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর ফাঁসির রায় ঘোষণা হওয়ায় এই পরিকল্পিত নাশকতা।

‎‎ঘটনার পরপরই এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী টহল বাড়ানো হয়। জিআরপি পুলিশ, অভয়নগর থানা পুলিশ এবং নওয়াপাড়ার রাজঘাট সেনা ক্যাম্পের সদস্যরা তিনটি বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। রাতেই সেনাবাহিনীর আরেকটি টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

‎‎পুলিশ জানিয়েছে, যে-ই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক, তাকে আইনের সামনে আনা হবে। বোমা সন্ত্রাসীদের বিষয়ে কোনো ধরনের ছাড় নেই। পুলিশের ভাষ্যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎‎এলাকাবাসীরা অভিযোগ করেন, এটা আওয়ামী রাজনৈতিক দলের কর্মীদের কাজ এবং এটা স্পষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড। যারা এসব ঘটাচ্ছে তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

‎‎মঙ্গলবার ভোর পর্যন্ত নওয়াপাড়াজুড়ে উৎকণ্ঠা আর সতর্কতার বাতাবরণ বিরাজ করছিল। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর