শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

এনসিপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব হলেন টাঙ্গাইলের ওয়াহেদুজ্জামান সুমন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটি ১৭ নভেম্বর ২০২৫, সোমবার সকালে রাজধানীর দলীয় কার্যালয়ে আগামী ছয় মাসের জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে টাঙ্গাইলের নাগরপুরের কৃতি সন্তান মোঃ ওয়াহেদুজ্জামান সুমন যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন।
কমিটি ঘোষণার সময় এনসিপির নেতারা জানান, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং জনসেবার মানসিকতা বিবেচনায় ওয়াহেদুজ্জামান সুমনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ওয়াহেদুজ্জামান সুমন ইতোমধ্যেই এনসিপির শাপলা-কলি প্রতীক নিয়ে টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে এমপি পদপ্রার্থী হিসেবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর সাথে নিয়মিত মতবিনিময়, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে তিনি এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন।
দায়িত্ব পাওয়ার পর ওয়াহেদুজ্জামান সুমন গণমাধ্যমকে বলেন, দলের প্রতি আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবো। জনগণের বিশ্বাস অর্জনই আমার মূল লক্ষ্য। ১৭ বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি। নতুন বাংলাদেশ গড়তে মানুষ এখন নতুন নেতৃত্ব ও বাস্তবসম্মত পরিকল্পনা চায়। জনগণের চাহিদা বোঝা এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করা আমার প্রধান লক্ষ্য। জনগণ যদি ভোট দিয়ে আমাকে টাঙ্গাইল-৬ আসনে এমপি হিসেবে সংসদে পাঠায়, আমি নাগরপুর–দেলদুয়ারের নদীপথকে শিল্পখাতে কাজে লাগিয়ে একটি আধুনিক শিল্পনগরী গড়ে তুলবো, যা বেকারত্ব কমাবে এবং অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করবে। শাপলা–কলি আমার প্রতীক, এবং আমি বিশ্বাস করি মানুষ আমার ওপর আস্থা রাখবে।
দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর