জুলাই ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী শাসনের পতনের পর কিশোরগঞ্জের রাজনৈতিক চিত্র বদলে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে ভোটের মাঠে সরব হয়েছে সম্ভাব্যপ্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীরা। জেলার ছয়টি আসনের জাতীয় নির্বাচনের সমীকরণে বড় পরিবর্তন এসেছে।
কিশোরগঞ্জে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তালিকা:
কিশোরগঞ্জ-১ আসন-(১৬২)
অধ্যক্ষ মোসাদ্দেক ভুইয়া। সাবেক জেলা নায়েবে আমীর। বর্তমানে জেলা কমিটির সদস্য। কলেজ, মাদ্রাসা, ভার্সিটির প্রতিষ্ঠাতা।
কিশোরগঞ্জ-২ আসন (১৬৩)
মাওঃ শফিকুল ইসলাম মোড়ল। সাবেক কটিয়াদি উপজেলা ভাইস চেয়ারম্যান। বর্তমানে কটিয়াদি উপজেলা কর্মপরিষদ সদস্য।
কিশোরগঞ্জ-৩ আসন (১৬৪)
কর্নেল (অব) ডাঃ জিহাদ খান। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ হ্রদরোগ বিশেষজ্ঞ।
কিশোরগঞ্জ-৪ আসন (১৬৫)
অ্যাডভোকেট শেখ মোঃ রোকন রেজা। সাবেক ছাত্র নেতা। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর শাখার আইন বিভাগীয় সেক্রেটারি।
কিশোরগঞ্জ-৫ আসন (১৬৬)
অধ্যাপক মোঃ রমজান আলী। কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। বাজিতপুর নিকলী এলাকার জনপ্রিয় সমাজসেবক।
কিশোরগঞ্জ-৬ আসন (১৬৭)
মাওঃ মোঃ কবির হোসাইন। সাবেক ছাত্র নেতা ও ভৈরব উপজেলা আমীর।
অতীতে বিএনপি ও আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এবার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বর্তমানে পুরো জেলায় রাজনীতিতে সক্রিয় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তৃণমূলের সংগঠিত কাঠামো জনগণের আস্থা এবং জামায়াতের সুনামের ভিত্তিতে এবার কিশোরগঞ্জের আসনগুলোতে জয়ী হতে পারবে বলে জনগণের ধারণা।