টাঙ্গাইলে বাসাইলে ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫-এর উপজেলা পর্যায়ের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩/১১/২০২৫) ইং বাসাইল উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফার ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল কাসেম মিয়া, ইফার মডেল কেয়ারটেকার মোঃ রাশেদুল ইসলাম, ইফার সাধারণ মডেল কেয়ারটেকার মোঃ ইয়াছিন আলী খান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। এরপর হামদ, নাত, ক্বেরাত, ইসলামী সংগীত, বক্তব্য প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আজান ও ইসলামি কুইজসহ বিভিন্ন বিষয়ে উপজেলা পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। শিশু-কিশোরদের মুখে আনন্দের ঝিলিক, অভিভাবকদের চোখে গর্ব—পুরো মিলনায়তন জুড়ে ছিল উৎসবের আমেজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের মননে যদি মানবতা, সততা ও দেশপ্রেমের বীজ বপন করা যায়, তাহলে তারা একদিন সমাজ ও রাষ্ট্রের জন্য আদর্শ নাগরিক হয়ে উঠবে।”
বিশেষ অতিথি প্রেস ক্লাব সভাপতি মোঃ আবুল কাসেম মিয়া বলেন, “এই প্রতিযোগিতা শুধু পুরস্কারের জন্য নয়, বরং এটি শিশুদের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করার এক মহৎ উদ্যোগ। ইসলামিক ফাউন্ডেশন নিয়মিত এ ধরনের কর্মসূচি চালিয়ে গেলে সমাজ আরও সুন্দর হবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল স্থানীয় বিভিন্ন মাদরাসা, বিদ্যালয় ও কিশোর ক্লাবের সদস্যরা। শেষে বিজয়ীদের পরিবেশিত হামদ-নাত ও ইসলামী সংগীত দর্শক-শ্রোতাদের মন কেড়ে নেয়।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম জানান, “জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ইসলামিক ফাউন্ডেশনের একটি গুরুত্বপূর্ণ বার্ষিক কর্মসূচি। এর মাধ্যমে দেশের প্রতিটি উপজেলার শিশু-কিশোরদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতিচর্চা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিশু-কিশোরদের সঙ্গে ছবি তোলেন এবং ভবিষ্যতের জন্য তাদের মঙ্গল কামনা করেন।