তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে বান্দরবানের আলীকদম কলেজে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তথ্য অফিস, লামা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সোহেল রানা, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, আলীকদম কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন এবং আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম এবং সভাপতিত্ব করেন তথ্য অফিস, লামার সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ।
প্রধান অতিথি মনজুর আলম বলেন, “তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। প্রত্যাশিত বাংলাদেশ গঠনে তাদের মানবিক গুণাবলি সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাসেদ বলেন, “নিজেকে বদলানোর মধ্য দিয়েই দেশ বদলায়। তরুণদের দায়িত্বশীল হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”
সভায় শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গঠনে নিজেদের ভাবনা তুলে ধরেন। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাজিবুল ইসলাম বলেন, “শিক্ষা ও আইনশৃঙ্খলার উন্নয়ন, মত প্রকাশের স্বাধীনতা এবং দেশীয় চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষকের মর্যাদা রক্ষা করে দলীয় রাজনীতি বন্ধ করতে হবে।”
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কামিয়া আক্তার বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, জাতিগত ঐক্য ধরে রাখা, আইসিটি শিক্ষা বিস্তার এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তরুণরাই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে।”
অধ্যক্ষ রুহুল আমিন নব নির্মিত কলেজে এমন আয়োজনের জন্য তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। উপজেলা কৃষি অফিসার সোহেল রানা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ আলীকদমের উন্নয়নে শিক্ষাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান।
সভায় অতিথিরা তরুণদের মানবিক গুণাবলি বিকাশের পাশাপাশি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।