মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

ই-পেপার

বাসাইলে আনসার-ভিডিপির সহায়তায় পরিবেশ রক্ষায় অবৈধ কারেন্ট জাল ধ্বংস 

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ

টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫)  উপজেলা প্রশাসন ও আনসার ভিডিপির উদ্যোগে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নেয়ামত উল্লাহ। অভিযানে আনসার ও ভিডিপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি  কারেন্ট জাল জব্দ ও জনসম্মুখে  পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার ভূমি  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত উল্লাহ বলেন অবৈধ চায়না জাল মাছের প্রজনন ক্ষেএ ধ্বংস করে এবং ছোট বড় সব মাছ একযোগে ধরে ফেলে যা মৎস্য সম্পদ কে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্হ করে ও পরিবেশের বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা দেশের মৎস্য সম্পদ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য ভাম্যমান আদালতের এ অভিযান চলাকালে উপজেলা আনসার – ভিডিপি’র প্রশিক্ষিকা হাবিবা বিবি রোজ এর নেতৃত্বে ১৫ জন আনসার -ভিডিপি সদস্য অংশগ্রহণ করে। পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এই অবৈধ কারেন্ট জাল জব্দ করা থেকে শুরু করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করার
প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর