মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে আগামীকাল আসছেন আলোচিত বক্তা মুস্তাক ফয়েজী পীর সাহেব

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল। উপজেলার মামুদনগর ইউনিয়নের মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
মামুদনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই তাফসির মাহফিলে দেশের আলোচিত ইসলামিক চিন্তাবিদ ও প্রখ্যাত বক্তা অধ্যক্ষ মোশতাক ফয়েজী পীর সাহেব(নাগাইস দরবার শরীফ,কুমিল্লা)
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআনের আলোকে তাফসির পেশ করবেন।
অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব দীর্ঘদিন ধরে দেশব্যাপী ও প্রবাসে  ইসলামের দাওয়াত ও তাফসিরুল কুরআন প্রচারের মাধ্যমে ইসলামপ্রেমী মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছেন। তাঁর হৃদয়স্পর্শী ও চিন্তাশীল বয়ান শুনতে স্থানীয় ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ মাহফিলে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন মামুদনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি হাফেজ মাওলানা মাসুদ হাসান। উদ্বোধন করবেন এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. গোলাম মওলা। মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
মাহফিলকে কেন্দ্র করে মামুদনগর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মাঠে বিশাল প্যান্ডেল, মনোরম আলোকসজ্জা এবং আধুনিক সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। নারী ও পুরুষের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে তাফসির ও ইসলামী আলোচনা শুনতে পারেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে মাহফিলটি এক ব্যতিক্রমধর্মী ধর্মীয় সমাবেশে পরিণত হবে।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবক দল মাঠে দায়িত্ব পালন করবে। আয়োজকদের ভাষায়, মাহফিলটি যেন শান্তিপূর্ণভাবে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মামুদনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে নাগরপুরসহ আশপাশের সকল এলাকার ইসলামপ্রেমী জনগণকে মাহফিলে সময়মতো উপস্থিত হয়ে আল্লাহর বাণী শ্রবণ ও কুরআনের আলোকে নিজেদের জীবন আলোকিত করার আহ্বান জানানো হয়েছে। তাদের প্রত্যাশা, এই মাহফিলের মাধ্যমে সমাজে কুরআনের শিক্ষা ছড়িয়ে পড়বে এবং মানুষ আল্লাহর পথে ফিরে আসবে,ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর