দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে জনসম্পৃক্ততা ও আস্থার ভিত্তি গড়ে তুলেছেন। ফলে বর্তমানে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি অঞ্চলে তার গণসংযোগ কর্মসূচি নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সম্প্রতি তিনি উপজেলার রাজগাতী, চণ্ডিপাশা, মুশুল্লী, সিংরইল, আচারগাও, জাহাঙ্গীরপুর, মোয়াজ্জেমপুর, খারুয়া, গাংগাইল, শেরপুর, নান্দাইল ও চরবেগৈরসহ বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও স্থানীয় জনসভায় যোগ দিয়ে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। এসব সভায় তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, মাদকমুক্ত সমাজ গঠন ও ইসলামিক মূল্যবোধ ভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।
অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান বলেন,
জনগণের দোয়া ও ভালোবাসায় আমি অনুপ্রাণিত। প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের কথা শুনে তাদের পাশে থাকতে চাই। জনগণ পরিবর্তন ও উন্নয়ন চায় ন্যায়ভিত্তিক রাজনীতি চায়। আমার লক্ষ্য সেই চাওয়া পূরণে নিবেদিত থাকা।”
ধর্মীয় সভা ও মিলাদ মাহফিল ও নামাজে জানাযায় অংশ নিয়ে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং ইসলামি আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ করে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে আলোকিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।
এছাড়াও তিনি সাংবাদিক সংগঠন গুলোতে উপস্থিত হয়ে মতবিনিময় করেছেন।
স্থানীয় পর্যায়ে তার গণসংযোগে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নিচ্ছেন। এলাকাবাসীর মতে, চান সাহেবের সহজ-সরল জীবনযাপন, বিনয়ী আচরণ ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করেছে। অনেকে মনে করছেন, তার ক্রমবর্ধমান গণসংযোগ নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে।
নান্দাইলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত এই তিন দলের প্রভাব থাকলেও বর্তমানে বিডিপি চেয়ারম্যানের সক্রিয় ভূমিকা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় বিশ্লেষকদের মতে, ধর্মীয় অনুশাসন মেনে রাজনীতি ও উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নেওয়ার অঙ্গীকারই তার জনপ্রিয়তা বৃদ্ধির মূল কারণ।
গণসংযোগের অংশ হিসেবে তিনি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, দরিদ্র পরিবারের খোঁজখবর নেওয়া, সামাজিক অনুষ্ঠান ও ধর্মসভায় উপস্থিত থেকে জনগণের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন।
অ্যাডভোকেট চান বলেন,নান্দাইলের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। ক্ষমতা নয়, সেবা আমার লক্ষ্য।”
তার এই নিরলস প্রচারণা এখন নান্দাইলের রাজনীতিতে নতুন আগ্রহের সৃষ্টি করেছে। আসন্ন নির্বাচনে তিনি কতটা অগ্রগতি অর্জন করতে পারেন, তা সময়ই বলে দেবে তবে একটি বিষয় স্পষ্ট, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের ভোটের রাজনীতিতে অ্যাডভোকেট আকম আনোয়ারুল ইসলাম চান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।