শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় ৬ ইটভাটাকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ণ

বান্দরবানের লামায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৬ ইট ভাটাকে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ২ টা থেকে ৫ টা পর্যন্ত লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা এবং ফাইতং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়।
লামা সহকারী কমিশনার(ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুবায়েত আহমেদ এর নেতৃত্বে এ সব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হয়।
যে সব ইটভাটাকে জরিমানা করা হয়- ইয়াংছায়-  PBN, BNB ও ফাইতং এ- YSB, BMW, 4BM, UBN।
অভিযানে সর্বমোট ৬ টি ইটভাটাকে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে তা ব্যবহারের অপরাধে মোট ১৮,৫০,০০০ (আঠার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ডারোপ করা হয়৷
এ সময় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷
লামা উপজেলা প্রশাসন সূত্রে জানায়, লামা উপজেলায়  অবৈধ ভাবে নির্মিত সকল ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে। লামা উপজেলা প্রশাসন পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে জিরোটলারেন্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর