রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

ই-পেপার

পাবনায় গ্রাম পুলিশের মাঝে উৎসাহ ভাতা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৩ মে, ২০২০, ৮:০১ অপরাহ্ণ

মোঃ মানিক হোসেন স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ অর্থায়নে ইউএনডিপির কারিগরি সহাতায় পাবনায় গ্রাম আদালত প্রকল্পের আওতায় গ্রাম পুলিশদের মাঝে উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে। গত দু’দিনে জেলার ৫ উপজেলার ৩৭টি ইউনিয়নে ৩৫৬ জন গ্রাম পুলিশের মাঝে এ অর্থ প্রদান করেছে দেশে শীর্ষ উন্নয়ন সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

প্রত্যেক গ্রাম পুলিশকে ৬শ টাকা করে মোট ২ লক্ষ্য ১৩ হাজার ৬শ টাকা উৎসাহ ভাতা প্রদান করা হয়। ভাতা প্রদানকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা সমন্বয়কারী কর্মকর্তা মোঃ জুলফিকার ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা মোঃ বিপ্লব হোসেন, সুজানগর উপজেলা সমন্বয়কারী মোঃ ফয়জুল ইসলামসহ সংশিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব।

মহামারি করোনা দুর্যোগ কালীন সময়ে গ্রাম পুলিশদের মাঝে উৎসাহ ভাতা প্রদান করার জন্য সংশিষ্ট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইএসডিও কে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর