গুরুদাসপুরের সেরা ফিড মালিকের পুরস্কারপ্রাপ্ত ‘মাইলস্ ফিড’ কারখানা পরিদর্শন করলেন মৎস্য কর্মকর্তা-কর্মচারীরা।
জানা যায়, মৎস্য ও পশুখাদ্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় গত ২৭ আগস্ট সেরা ফিড মালিকের পুরস্কার পান মাইলস্ ফিডের পরিচালক মো. আলতাব হোসেন। পেয়েছেন সম্মাননা ক্রেস্টও। মানসম্মত ফিড উৎপাদনে প্রতিষ্ঠানটির ব্যাপক সুনাম রয়েছে। তবে ফিডের মান নিয়ন্ত্রণে কারখানা পরিদর্শন অব্যাহত রেখেছে মৎস্য অধিদপ্তর।
বুধবার দুপুরে উপজেলার সিধুলীতে অবস্থিত ওই ফিড কারখানায় হঠাৎ উপস্থিত হন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা। তিনি কারখানার উৎপাদন প্রক্রিয়া ও ফিডের গুণগত মান পরিদর্শনসহ ফিডের স্যাম্পল সংগ্রহ করেন। এসময় মৎস্য অফিসের স্টাফবৃন্দ, কারখানা মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা বলেন- প্রতিমাসের ন্যায় ফিড কারখানা পরিদর্শন চলছে। বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হচ্ছে। কারখানার কার্যক্রমে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে এ পরিদর্শন অব্যাহত থাকবে।