শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ণ

বান্দরবান পার্বত্য জেলার লামায় “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ) সকাল ১০টায় হায়দারনাশী এম.এস. দাখিল মাদ্রাসার হলরুমে তথ্য অফিস, লামার উদ্যোগে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
হায়দারনাশী মাদ্রাসার সুপারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল।  অতিথি  বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  চকরিয়া উপজেলার উপসহকারী কৃষি অফিসার মিরাজুল ইসলাম। এছাড়াও  স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ  উপস্থিত ছিলেন।
 অতিথি বক্তা তাঁর বক্তৃতায় ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, জন্ম নিবন্ধন এবং তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন। সুন্দর বাংলাদেশ বিনির্মানে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধি পাওয়া গুজব ও অপপ্রচার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
সভাপতির বক্তব্যে মাদ্রাসা সুপার শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতিতে অভিভাবক ও শিক্ষকবৃন্দের যৌথ দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করেন  এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার বিষয়ে আলোকপাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর