শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ

“ শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি ” এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। রবিবার ( ৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও সম্মিলিত শিক্ষকবৃন্দের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যান্ডপার্টি সহ একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ জরিফ হোসেন চৌধুরী(মনি)’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা, ডাঙ্গীর হাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মজলুন ইসলাম(নয়ন), আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, মির্জাপুর মাওলানা আজিমউদ্দীন আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান,মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র চট্রপাধ্যায়, আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজা আল মামুন, তোড়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি হচ্ছে মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার মূল চালিকা শক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, শিক্ষক শুধু  মানুষ নন, শিক্ষকরা পথপ্রদর্শক, তাঁরা দিকনির্দেশক এবং সমাজ পরিবর্তনের কারিগর। একজন শিক্ষক তাঁর জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে একটি প্রজন্মকে গড়ে তোলেন। শিক্ষকরা ছাত্রছাত্রীদের শুধু বইয়ের অক্ষর শেখান না, বরং জীবনের দর্শন, মানবিকতা ও দায়িত্ববোধ শেখান। শিক্ষকের অবদানই একটি জাতিকে শক্তিশালী, জ্ঞানসমৃদ্ধ ও উন্নত পথে এগিয়ে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর