শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার  সরই ইউনিয়নের টঙ্গঝিরি এলাকায় গভীর রাতে চাঁদাবাজির সময় স্থানীয় জনসাধারণের সাহসিকতায় তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টঙ্গঝিরি এলাকাসহ সরই ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। ঘটনার রাতে তারা আবারও চাঁদাবাজির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়। এ সময় স্থানীয় সচেতন জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে এবং সাহসিকতার সঙ্গে তিন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদেরকে লামা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটককৃতরা হলেন:১. বোক্য মার্মা (৩৪), পিতা: ছোরি মং মার্মা, সাং: উজুমুখ হেডম্যান পাড়া, বান্দরবান সদর, বান্দরবান।২. মেনযুক ম্রোং (৩৫), পিতা: মেনওয়াই ম্রোং, সাং: রেফারফাড়ি, ১নং ওয়ার্ড, চৈক্ষং ইউনিয়ন, থানা: আলীকদম।৩. মংচিং থোয়াই মার্মা (১৮), পিতা: অংথোয়াই প্রু মার্মা, সাং: নিচের নারা ছড়া পাড়া, ৯ নং ওয়ার্ড, রায়খালি ইউনিয়ন, থানা: কাপ্তাই, জেলা: রাঙামাটি।এ
এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “চাঁদাবাজি করার সময় স্থানীয়রা আটক করে আমাদেরকে দিয়েছেন এবং মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর