বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গঝিরি এলাকায় গভীর রাতে চাঁদাবাজির সময় স্থানীয় জনসাধারণের সাহসিকতায় তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টঙ্গঝিরি এলাকাসহ সরই ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। ঘটনার রাতে তারা আবারও চাঁদাবাজির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়। এ সময় স্থানীয় সচেতন জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে এবং সাহসিকতার সঙ্গে তিন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদেরকে লামা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটককৃতরা হলেন:১. বোক্য মার্মা (৩৪), পিতা: ছোরি মং মার্মা, সাং: উজুমুখ হেডম্যান পাড়া, বান্দরবান সদর, বান্দরবান।২. মেনযুক ম্রোং (৩৫), পিতা: মেনওয়াই ম্রোং, সাং: রেফারফাড়ি, ১নং ওয়ার্ড, চৈক্ষং ইউনিয়ন, থানা: আলীকদম।৩. মংচিং থোয়াই মার্মা (১৮), পিতা: অংথোয়াই প্রু মার্মা, সাং: নিচের নারা ছড়া পাড়া, ৯ নং ওয়ার্ড, রায়খালি ইউনিয়ন, থানা: কাপ্তাই, জেলা: রাঙামাটি।এ
এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “চাঁদাবাজি করার সময় স্থানীয়রা আটক করে আমাদেরকে দিয়েছেন এবং মামলা হয়েছে।