রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

পাকুন্দিয়ায় জামায়াতের উদ্যোগ নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ

‎কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হলরুমে এগারসিন্দুর ও বুরুদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী গ্রাম ও কেন্দ্র কমিটির পরিচালকদের নিয়ে কর্মশালা আয়োজন করা হয়।
‎শনিবার (০৪ অক্টোবর) বাংলাদেশ  জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারী ও নির্বাচন বিভাগের পরিচালক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে  এই নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়।
‎প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের পরিচালক এবং জেলা বায়তুলমাল সেক্রেটারী এইচ এম লোকমান হোসেন, বিশেষ অতিথি হিসেবে দারসুল কোরআন পেশ করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের পরিচালক ও বাংলাদেশ মসজিদ মিশনের জেলা সভাপতি এস এম ইউসুফ।
‎এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ শফিকুল ইসলাম মোড়ল।
‎প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমরা যত বেশি সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবো, তত বেশি মানুষ আমাদের ওপর আস্থা রাখবে। দ্বীন কায়েমের সংগ্রামে আমাদের সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে। ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে প্রতিটি জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে।”
‎এগাসিন্দর ইউনিয়ন জামায়াতে সভাপতি মাওলানা মুখলেছ উদ্দিন আকন্দ বলেন, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি এবার ভোট জামায়াতে ইসলামীকে দিব। অতীতে অনেক দলকে দেখেছি কেউ সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। তাই সকল শ্রেণির মানুষ ঐক্য বদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর